ভোলার লালমোহন উপজেলায় মো. ফরিদ (৩৭) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। ওসি জানান, ফরিদ নিজেকে কবিরাজ পরিচয় দিতেন এবং প্রধানত নারীদের টার্গেট করতেন। যেসব বাড়িতে পুরুষরা অনুপস্থিত থাকতেন, সেসব বাড়িতে গিয়ে তিনি নারীদের বোঝাতেন যে স্বামী তাকে ভালোবাসছেন না এবং স্বামীর ওপর জিন ভরেছে। তিনি দাবি করতেন, জিন দূর করলে স্বামী আবার ভালোবাসবেন। এজন্য নারীদের ঘরের সব স্বর্ণালঙ্কার একটি গ্লাসে রাখার নির্দেশ দিতেন এবং বিভিন্ন খাল ও পুকুর থেকে পানি আনতে পাঠাতেন। এরপর ফরিদ সেই সুযোগে সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিতেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন