গতকাল সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ ভূকম্পনে অনেক মানুষ বাসা-বাড়ি ও অফিস থেকে আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যান। ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত গোটা দেশের মানুষ। সামাজিক মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহা প্রকাশ করেছেন। বাদ যাননি শোবিজ তারকারা।
নিজের ফেসবুকে অভিনেতা কচি খন্দকার লিখেছেন, ‘গভীর ঘুমে ঘুমিয়ে ছিলাম, ভূমিকম্প উঠিয়ে দিয়েছে। ভূমিকম্পের ভয়াবহতা শুনেছি। আজ উপলদ্ধি করলাম। মানুষের পাশে, মানুষ থাকি। মানবিকতা জেগে উঠুক।’
ভূমিকম্পের বর্ণনা দিয়ে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ লিখেছেন, ‘আমি থাকি ১৪ তলা বিল্ডিংয়ের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসে ছিলাম। হঠাৎ তীব্র ঝাঁকুনি। সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম পাশের বিল্ডিং দোলনার মত দুলছে। মানুষজন চিৎকার করছে। আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন।’
জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল লিখেছেন, ‘আল্লাহ জীবনে এত বড় ভূমিকম্প প্রথমবার অনুভব করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করো।’ অভিনেতা আব্দুন নূর সজল, ‘এটা কি? ভূমিকম্প! এটা কি দেখলাম! আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘এ যাত্রায় ঢাকা শহর বেঁচে গেল। বাসায় একা ছোটটা (ছোট ছেলে) বাসার পাশে ড্রইং স্কুলে, বড়টা (বড় ছেলে) স্কুলে পরীক্ষা চলছে, মেঝেতে বসে ছিলাম তারপর চারপাশ থেকে মনে হলো সব কিছু ভেঙে আসছে। নিচ থেকে অনবরত ওপর দিকে ধাক্কা চারপাশের কাঁচের ফিটিংস/জিনিসপত্র ঝনঝন শব্দ। হঠাৎ মনে হলো এ যাত্রায় বাচ্চাদের মুখ আর দেখা হলো না। ৬ তলার সিঁড়ি বেয়ে দৌড় তারপর রাস্তা ধরে একছুটে ছোটটার (ছোট ছেলে) স্কুলে। ওরা সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।’
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি, সবাই নিরাপদে আছেন।’
অভিনেতা চঞ্চল চৌধুরী তার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সৃষ্টিকর্তা সকলকে রক্ষা করুন।’
অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘বাংলাদেশে একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। সবাই সাবধানে থাকবেন।’ এরপর তিনি তার বাসার একটি সিসিটিভি ফুটেজ (ভূমিকম্পের মুহূর্তের) প্রকাশ করে আরও লিখেছেন, ‘মনে হচ্ছে আমার বিড়ালগুলো আগে থেকেই বুঝতে পারছিল, আল্লাহ মহান।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন