গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আট থানার ওসিকে (ওসি) একসঙ্গে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, পূবাইল থানার ওসি খালিদ হাসানকে কাশিমপুর থানায়, বাসন থানার ওসি শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার ওসি আমিনুল ইসলামকে সদর থানায়, ডিবি (উত্তর) বিভাগ মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ি থানায়, টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায়, টঙ্গী পূর্ব থানার ওসি ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ি থানার ওসি মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন