‘ব্যবসার পরিস্থিতি’ গান দিয়ে অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে আসেন র্যাপার আলী হাসান। জি-সিরিজে প্রকাশিত ভাইরাল হওয়া গানটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তরুণ এই গায়ক। এক গানেই বদলে যায় তার জীবন। এরপর ‘সোনার বাংলাদেশ’, ‘বাজার গরম’ ও ‘বাকি বাট্টা’গানগুলো প্রশংসা কুড়ায়। সবশেষ কোক স্টুডিও বাংলার ‘মা লো মা’ গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন আলী।
শুরু থেকেই সচেতনামূলক গান কণ্ঠে তুলছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার আলী হাসান নিয়ে এলেন সচেতনামূলক আরও একটি নতুন গান। শিরোনাম ‘দল ক্ষমতায় বুঝবো নেতায়’। র্যাপ ঘরানার গানটি লিখেছেন ও সুর করেছেন গায়ক নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিয়াম হওলাদার, মি. রিজান, সাদী ভাই, মানাম, আমিন আলী, রাকিব হাসান, মো. মারুফ আকন, আহমেদ শুভ, হানিফ প্রমুখ। গানের ভিডিওতেও অংশ নিয়েছেন সবাই। গানটির সংগীতায়োজন করেছে শচি শামস। গানের ভিডিও নির্মাণ করেছেন আমিন আলী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইশা খান দূরে। সম্প্রতি দেশের অডিও-ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ’র মিউজিক ইউটিউব চ্যানেলে গান-ভিডিও মুক্তি পেয়েছে। আলীর নতুন গানটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।
এ নিয়ে আলী হাসান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘শুরু থেকেই আমি বাস্তবধর্মী ঘটনা নিয়ে কাজ করছি। আমার প্রতিটি গানই দর্শক ভালোবাসায় রেখেছেন। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল তাই এই বিষয়টা মাথায় রেখেই ‘দল ক্ষমতায় বুঝবো নেতায়’ গানটি করা। বরাবের মতো এবারও গানের ভিডিওতে রয়েছে ভিন্নতা। আশা করছি, ‘ব্যবসার পরিস্থিতি’ গানের মতোই নতুন গান ও বৈচিত্র্যময় ভিডিও সবার মন ছুঁয়ে যাবে।’
২০১৭ সালে খাসবাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে আলী হাসানের ‘ফকিন্নি’ শিরোনামে প্রথম গান প্রকাশিত হয়। এরপর ‘ধর মার’ শিরোনামে আরেকটি গান করেন। তবে ২০২২ সালে ‘ব্যবসার পরিস্থিতি’ প্রকাশের পর দেশজুড়ে পরিচিত পান। ‘গান-বাজনার টাকা হারাম’মাঝে গান নিয়ে এমন মন্তব্যের কারণে নেটিজেনদের রোষানলে পড়েন আলী হাসান। এরপর তিনি দাবি করেন, তার বক্তব্য অনেকে বুঝতে পারেননি। সেসময় বিষয়টির ব্যাখ্যা দেন এবং দুঃখপ্রকাশ করেন।
এরপর সাময়িক গান থেকে দূরে ছিলেন। সেই বিরতি পেরিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরলেন এই গায়ক। ফিরেই আলী জানালেন, সামনে আরও বেশ কয়েকটি নতুন গান আসছে। সেইসঙ্গে নতুন বছর নতুনভাবে দর্শকদের সামনে হাজির হবেন বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন