ভালো নেই খ্যাতিমান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে এই অভিনেতা লন্ডনে চিকিৎসাধীন। সেখানে নিয়মিত চলছে তার কেমোথেরাপি। প্রথম ধাপের থেরাপি শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর তার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন তিনি, নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী লিটন এরশাদ।
তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘কয়েক দিন ধরে কাঞ্চন ভাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না। তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। বলা যায়, এই ভালো, এই খারাপ। ১৩ ডিসেম্বর ভার্চুয়াল প্রেস কনফারেন্স করার কথা ভাবছি। ১৫ ডিসেম্বর একটা এমআরআই হবে। সেই রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নেব কিছু দিনের জন্য দেশে আনা যায় কিনা। কারণ, ভাই দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন। তার মেমোরি এখনো রিকভারি করেনি। বেশি চাপও নিতে পারে না। তবে লোকজন চিনছে। কিছুদিনের জন্য ফিরলেও চিকিৎসা চলমান থাকবে। চিকিৎসক টিম মনে করছেন, কাঞ্চন ভাইয়ের কেমো দেওয়ার পর এক-দেড় সপ্তাহ বিশ্রাম নিলে দেশে ফিরতে পারবেন।’
জানা গেছে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইসরাত জাহান ও পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘ তিন মাস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। আগের থেকে তিনি ভালো আছেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন