আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ^কাপের আগে বাংলাদেশের কোনো খেলা নেই। তবে এর আগে টাইগারদের সামনে বিপিএল আসর রয়েছে। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের এই টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএল শুরুর আগে টি-টোয়েন্টি বিশ^কাপের সম্ভাব্য দল নিয়ে ব্যাটসম্যানদের জন্য বিশেষ ক্যাম্পও গড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ব্যাটসম্যানদের নিয়ে হবে এ ক্যাম্প। ব্যাটসম্যানরা নিজেদের আরও শাণিত করার সুযোগ পাবেন। মিরপুরে আজ থেকে বিশেষ ক্যাম্পটি শুরু হবে। এই ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। পাশাপাশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও ক্যাম্পে ব্যাটসম্যানদের ক্লাস নেবেন।
বিশ^কাপ সামনে রেখে ব্যাটসম্যানদের বিশেষ ক্যাম্পে অভিজ্ঞ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান লিটন দাস, তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা যোগ দেবেন। মূলত ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ক্যাম্প চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। গত এক বছর ধরেই ব্যাটিংয়ে ভুগছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব, হঠাৎ ব্যাটিং লাইনআপে ধস, স্কোর বড় করতে না পারার ব্যর্থতাসহ অনেক দুর্বলতা দেখা গেছে ব্যাটসম্যানদের। যে কারণে বিশ^কাপের আগে সব ভুল-ত্রুটি শুধরে বিশ^কাপ মিশনে যেতে চায় বাংলাদেশ। গত এশিয়া কাপ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি টাইগাররা। একটা সময় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার কথাও ভেবেছিল বিসিবি। তবে দেশি কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরই এখন ভরসা রাখছে ক্রিকেট বোর্ড। বিশ^কাপ পর্যন্ত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে যাবেন।
টি-টোয়েন্টি বিশ^কাপে বড় লক্ষ্য নিয়েই যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেছেন, ‘যেখানেই খেলতে যাই না কেন, লক্ষ্য সবসময় বড় থাকে। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জিততে। কতটা সফল হব জানি না, তবে চেষ্টায় কোনো কমতি থাকবে না।’ ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পারফরম্যান্স বিশ^কাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন লিটন, ‘বিপিএলও টি-টোয়েন্টি ফরম্যাটের। বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে বিশ^কাপের আগে আত্মবিশ^াস অনেক বাড়বে।’ বর্তমান বাংলাদেশের টি-টোয়েন্টি দলই কি বিশ^কাপে যাবে এমন প্রশ্নে লিটন বলেন, ‘অভিজ্ঞতার গুরুত্ব বেশি হলেও দরজা সবার জন্যই খোলা। যারা অনেকদিন ধরে এই ফরম্যাটে খেলছে তাদের প্রাধান্যটাই বেশি। তবে যদি বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করে এবং কোচ-নির্বাচকরা মনে করেন তাকে প্রয়োজন, তা হলে অবশ্যই জায়গা খোলা আছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন