জুনিয়র হকি বিশ^কাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার ডিফেন্ডার আমিরুল ইসলাম। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও নিয়মিত পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রতিপক্ষকে বিপাকে ফেলেছেন। তুলে নেন দুটি হ্যাটট্রিক। এবার স্থান নির্ধারণী ম্যাচেও গোলোৎসব করছেন ফরিদপুরে জন্ম নেওয়া সাবেক বিকেএসপির এই শিক্ষার্থী। সর্বশেষ ওমানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন। এ নিয়ে চার ম্যাচে তার গোলসংখ্যা এখন ১২। ২০১৯ সালে অনূর্ধ্ব-২১ দলে যোগ দেন আমিরুল। এরপর ২০২৩ এশিয়ান গেমসে সিনিয়র দলে অভিষেক হয় তার। এবার বিশ^কাপে যুব দলের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন এই তরুণ। আমিরুল জানান, তার সাফল্যের পেছনের কৃতিত্ব সতীর্থদের। তারা তাকে পেনাল্টি কর্নারগুলো এনে দিয়েছেন। যে কারণে পেনাল্টি থেকে একের পর এক গোল করতে সক্ষম হন আমিরুল।
তিনি বলেন, ‘কোচ (সিগফ্রিড আইকম্যান) আমার ওপর যে আস্থা রেখেছেন, সেটির প্রতিদান দিতে চেয়েছি। জুনিয়র এশিয়া কাপের পর থেকে তার কাছ থেকে পাওয়া নির্দেশনা অনুসরণ করে নিয়মিত অনুশীলন করেছি, কনভার্সন উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছি। তারই ফল এখানে পাচ্ছি।’ অস্ট্রেলিয়া-ফ্রান্স-কোরিয়ার মতো বড় দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স কী আশা করেছিলেন? আমিরুল বলেন, ‘কোচ আইকম্যান সবসময় আমাদের অনুপ্রাণিত করেছেন। তিনি বলতেন, ‘গড়ন নয়, আসল বিষয় হলো মানসিকতা’ এবং ‘নিজের শক্তির জায়গায় খেলো’।
আমরা দলীয় পারফরম্যান্সে মনোযোগ দিয়েছি এবং তার নির্দেশনাগুলো পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমরা কোচের নির্দেশনার প্রায় ৯০ শতাংশ বুঝতে ও মাঠে প্রয়োগ করতে সক্ষম। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’ এবার হকি বিশ^কাপে ১৭তম হওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ^াসী? আমিরুল বলেন, ‘আমরা আত্মবিশ^াসী। মানসিকতা ও পরিশ্রম, উভয় দিক থেকেই দল অনেক শক্ত। সামনে দুই ম্যাচে পয়েন্ট না হারানোর লক্ষ্যেই সবাই মনোযোগী থাকবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন