যুব এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ১২ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের নতুন আসরের। আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর। সেদিন আইসিসি একাডেমি মাঠে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে নামবে জুনিয়র টাইগাররা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে গ্রুপের শেষ ম্যাচ। এবারের আসরেও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-পাকিস্তান লড়াই। দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই উচ্চ তোলপাড়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। আর সেই সেমিফাইনাল জয়ী দল দুটিকে নিয়ে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। গতবারের আসরে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০২৪ সালের যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় তারা। এতদিনের ইতিহাসে সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। অন্য কোনো দল এখনো শিরোপা ছুঁতে পারেনি।
বাংলাদেশের সূচি
১৩ ডিসেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান, আইসিসি একাডেমি মাঠ
১৫ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল, দ্য সেভেনস স্টেডিয়াম
১৭ ডিসেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আইসিসি একাডেমি মাঠ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন