সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহিনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি ইসলামি জালসা চলাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উঠেন জামায়াতের প্রার্থী শাহিনুর আলম। এ সময় সেখানে পূর্ব থেকে অবস্থানরত বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্দেশে জামায়াত-শিবিরের কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন জামায়াত নেতাকর্মীরা। প্রথমে মঞ্চের পেছনে নিয়ে নজরুল নামের এক কর্মীকে মারধর করা হয়।
শাহিনুর আলম বক্তৃতা শেষ করে গাড়িতে ওঠার পর তার গাড়িবহরের পেছনে থাকা মোটরসাইকেল আরোহীদের ওপর দ্বিতীয় দফা বাঁশের লাঠি নিয়ে হামলা চালানো হয়। এরপর গাড়িবহর সোনামুখি বাজারে পৌঁছালে তৃতীয় দফা অতর্কিত হামলার ঘটনা ঘটে।
হামলায় অন্তত ১০ জন আহত হন, তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জামায়াত প্রার্থীর প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয় এবং তার কর্মীদের দুটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জামায়াতের দাবি, হামলার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং বিএনপির প্রার্থী সেলিম রেজা। তবে এ বিষয়ে বিএনপি বা সেলিম রেজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, ঘটনা জেনে ফোর্স পাঠানো হয়েছিল। তবে হতাহতের ঘটনায় উপস্থিত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন