নোয়াখালী সদর উপজেলায় মো. সামির নামের ৪ বছর বয়সি এক শিশুসহ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও শিশু অপহরণকারী ব্লেট আজাদকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ি থেকে ওই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপহরণের শিকার শিশু সামিরকে উদ্ধার করে পুলিশ। মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ব্লেট আজাদ চট্টগ্রামের জনৈক ফজর আলীর ছেলে। অপরদিকে, অপহৃত শিশু সামির চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার বিশ^কলোনীর বাসিন্দা মো. আবু সায়েদের ছেলে।
শিশু সামিরের বাবা মো. আবু সায়েদ বলেন, গত ৭ ডিসেম্বর সকালে তার ছেলে সামির বাসা থেকে বের হয়ে বাসায় না ফেরায় সবাই তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে তিনি ওই দিনই আকবর শাহ থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেন। সোমবার দিবাগত রাতে সুধারাম থানার পুলিশ তাকে ফোন করে জানান তার ছেলে সামিরকে পাচারকারীসহ আটক করা হয়েছে।
বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ির আলবুল কাশেম বলেন, শিশু পাচারকারী আজাদ আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। সে সোমবার বিকেলে শিশুটিকে নিয়ে আমাদের বাড়িতে আসার পর আমার সন্দেহ হয়। পরে তাকে শিশুটির বিষয়ে জিজ্ঞেস করলে আজাদ জানায় সে আরেকটি বিয়ে করেছেন, ওই সংসারের ছেলে শিশুটি। কিন্তু তারা সন্দেহপূর্বক তাকে আটক করে গ্রামবাসীর সহযোগিতায় মারধর করলে শিশুটিকে চট্টগ্রামের বিশ^কলোনি থেকে অপহরণ করা হয়েছে বলে আজাদ স্বীকার করেন এবং শিশুকে ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি করেছে বলেও জানান।
সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সদর উপজেলার সফিপুর গ্রামের নজির সওদাগরের বাড়ি থেকে মানবপাচারকারী ব্লেট আজাদসহ শিশুটিকে উদ্ধার করে। ব্লেট আজাদ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে পুশি জানিয়েছে। ব্লেট আজাদকে চট্টগ্রামের আকবর শাহ থানার পুশিলের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন