নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। এ জন্য দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। দিবসকে ঘিরে বেগম রোকেয়ার জন্মভিটা পায়রাবন্দে তিনদিনব্যাপী মেলা উদ্বোধন করা হয়েছে। রংপুর জেলা ও মিঠাপুকুর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। প্রথমদিন গতকাল মঙ্গলবার সকালে পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়ার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও পতাকা উত্তোলনের পর তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এরপর দুপুরে পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি সরকারি কলেজ মাঠে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে ‘নারীর অগ্রযাত্রা : বেগম রোকেয়ার ভাবনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন