রাজশাহীর গোদাগাড়ীতে চলমান ওয়াসার প্রকল্পে চায়না প্রজেক্ট হুনান কন্ট্রাকশনে কর্মরত শ্রমিকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বেতন কেটে নেওয়া ও ইকুইপমেন্টের অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার শ্রমিকেরা ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাময়িকভাবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অভিযোগ, প্রজেক্টে ম্যানপাওয়ারের দায়িত্বে থাকা ব্যক্তিরা শ্রমিকদের মাসিক বেতন থেকে অন্যায়ভাবে টাকা কেটে নিচ্ছেন এবং ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম (ইকুইপমেন্ট) বাবদ অতিরিক্ত অর্থ আদায় করছেন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, এই আর্থিক অনিয়ম ও হয়রানির প্রতিবাদেই তারা সম্মিলিতভাবে আন্দোলনে নেমেছেন। এদিন বিক্ষোভের কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘিœত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন