বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ। গত সোমবার বগুড়ায় রংপুর বিভাগ ৭ উইকেটে খুলনা বিভাগকে পরাজিত করে। এদিকে গতকাল মঙ্গলবার রাজশাহীতে সিলেট বিভাগ বরিশাল বিভাগের সঙ্গে ড্র করার কারণে রংপুর বিভাগ ২৭তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা ট্রফিসহ ৩০ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার পায়। ম্যান অফ দ্য ম্যাচ হন রংপুরের ইকবাল হোসেন এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন রংপুর বিভাগের মুকিদুল ইসলাম মুগ্ধ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন