পাবনার ঈশ্বরদীতে রোকেয়া দিবসে পাঁচ নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পাঁচ খাতে বিশেষ অবদানের জন্য এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
পাঁচ নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার দাশুড়িয়ার নওদাপাড়া গ্রামের মোছাঃ সানজিদা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে দাশুড়িয়া গ্রামের সুবর্না দাস, সফল জননী সলিমপুরের ভাড়ইমারী গ্রামের মোছাঃ মলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাহাপুর গ্রামের ইলমি খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখা জিগাতলা গ্রামের মোছাঃ রেবেকা সুলতানা।
এর আগে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমবায় কর্মকর্তা, সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, সাংবাদিক সেলিম সরদার, এস আই রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন