প্রেমের টানে জীবন বাজি, এখন শুধু কথার কথা নয়। সত্যিই এমনটা ঘটালেন চীনের এক তরুণী। তবে সেটা প্রেম রক্ষায় নয়, নিজের মুখ রক্ষায়। যেভাবে তিনি জীবন বাজি রেখেছেন, সেটা এখন সোশ্যাল মিডিয়ার মুখরোচক গল্প। প্রেমিকের স্ত্রীর হাত থেকে রক্ষা পেতে তিনি বারান্দা দিয়ে বের হয়ে ১১তলা থেকে অনেকটা স্পাইডারম্যানের মতো ঝুলে পাশের ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে পালান।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আলোচিত ঘটনাটি ঘটেছে চীনে। গুয়াংডং প্রদেশে এক বহুতল আবাসনের ১১তলার ফ্ল্যাটের জানালা থেকে ঝুলতে দেখা যায় এক তরুণীকে। ফাঁকা ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় আচমকাই ঘরে ঢুকে পড়েন প্রেমিকের স্ত্রী। তখনই তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তরুণী। নিরুপায় হয়ে ১১তলার জানালা থেকে ঝুলতে থাকেন কয়েক মিনিট।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর। ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তরুণীর সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে কথা বলছিলেন। কয়েক সেকেন্ড কথা বলার পরেই তিনি চলে যান। এদিকে ১১তলার ঘরের জানালা থেকে ঝুলতেই থাকেন তরুণী। তাকে বাঁচাতেও এগিয়ে আসেননি ওই ব্যক্তি। কয়েক মিনিট পর ধীরে-সুস্থে পাশের ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে নিচে নেমে যান তরুণী। সরু পাইপ বেয়ে নিচে নেমে আসেন। নিচের ফ্ল্যাটের এক সহৃদয় ব্যক্তি তাকে উদ্ধার করেন সেখান থেকে। কোনো মতে প্রাণ রক্ষা পায় তরুণীর।
ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে প্রেম থাকলেও, দায়িত্ব নিতে চান না কেউ। যেভাবে তরুণীকে প্রাণের ঝুঁকি নিতে হয়েছে, তা অত্যন্ত ভয়ংকর। ঘটনাটি ভাইরাল হতেই ওই ব্যক্তির সমালোচনায় মুখর নেটিজেনরা।
গত জুন মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল ভারতে। পরনে শুধু অন্তর্বাস। অর্ধনগ্ন অবস্থায় ব্যালকনি থেকে সোজা নিচে ঝাঁপ দিয়েই পালিয়েছিলেন এক যুবক। জনসমক্ষে এহেন কা-ে ছড়িয়েছিল চাঞ্চল্য।
সম্প্রতি সমাজ-মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, সরু গলির মধ্যে একটি বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন অর্ধনগ্ন এক যুবক। এ অবস্থাতেই পালানোর চেষ্টা করছিলেন তিনি। এদিকে গলির মুখে আমজনতাও হাজির। সকলেই দৃশ্যটি দেখছিলেন। কেউ কেউ হাসতে হাসতে লুটিয়ে পড়েন।
তখনই সাহসী পদক্ষেপ নেন যুবক। অর্ধনগ্ন অবস্থাতেই ব্যালকনি থেকে সোজা নিচে ঝাঁপ দেন। তারপরেই ছুটে পাশের গলি দিয়ে পালিয়ে যান। এই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা গেছে, এক বিবাহিত তরুণীর প্রেমে পড়েছিলেন যুবক। যে সময় বাড়িতে স্বামী ছিলেন না, তখনই যুবককে ঘরে ডাকেন তরুণী। সেই ডাকে সাড়া দিতে গিয়েই ঘটে বিপত্তি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন