কারাবন্দি দলনেতা ইমরান খানের নির্দেশ। তাই সরকারবিরোধী আন্দোলনের সূচনা করল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলি আমিন গানদাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। লাহোরের রায়উইন্ডে একটি খামারবাড়িতে দলীয় পরামর্শ সভায় গানদাপুর বলেন, ‘আমরা পরামর্শক্রমে বাস্তবধর্মী পদক্ষেপ নেব। ৫ আগস্টের মধ্যে কীভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়, তা ভাবতে হবে।’
উল্লেখ্য, ৫ আগস্ট ইমরান খানের জেলবন্দি জীবনের দুই বছর পূর্ণ হচ্ছে। তিনি এই দিনে দলকে আন্দোলন ‘চূড়ান্ত পর্যায়ে’ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খান জানান, জেল থেকেই এই আন্দোলনের নেতৃত্ব দেবেন ইমরান। আলিমা বলেন, ‘আমাদের পরিবার আন্দোলনের পরিকল্পনা সম্পর্কে জানে। তবে এখনই বিস্তারিত জানানো হবে না, সময়মতো গণমাধ্যমকে জানানো হবে। তিনি বলেন, ইমরান খান বলেছেন, তিনি জেলে থেকেও স্বাধীন, আর দলের নেতারা বাইরেও বন্দি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শনিবার লাহোর থেকে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলন শুরু করেছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশে এ আন্দোলন শুরু হয়, যা ৫ আগস্ট তার দুই বছর কারাবাস পূর্ণ হওয়ার দিনে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর লাহোরের রাইউইন্ড এলাকায় একটি বৈঠকে বলেন, ‘আলোচনা করে আমরা বাস্তবধর্মী পদক্ষেপ নেব এবং ৫ আগস্টের মধ্যে আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে, পিটিআই সরকারের সময় এবং পরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনি বিতর্ক এবং সামরিক-রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে। পিটিআই দাবি করছে, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে কারাবন্দি করা হয়েছে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় এ আন্দোলন প্রয়োজনীয়। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জামিয়াতে উলেমা-ই-ইসলাম (ফজল) দল খাইবার পাখতুনখোয়ায় পিটিআই সরকারের সমালোচনা করলেও গান্দাপুর অভিযোগ করেন, জেইউআই-এফ নেতাদের ‘ভুয়া ম্যান্ডেটে’ নির্বাচিত করা হয়েছে এবং ফজলুর রহমানের পক্ষে পিটিআই নিয়ে মন্তব্য করার নৈতিক অধিকার নেই।’ গান্দাপুর বলেন, মাওলানা ফজল নিজের দলে পরিবর্তন আনার দিকে মনোযোগ দিন, খাইবার পাখতুনখোয়ায় নয়। অন্যদিকে, মাওলানা ফজল জানিয়েছেন, প্রদেশে পরিবর্তন আনতে হলে তা পিটিআইয়ের ভেতর থেকেই আসা উচিত এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রয়োজন রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট পিটিআইকে সংরক্ষিত আসনের জন্য অযোগ্য ঘোষণা করার পর প্রাদেশিক রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইমরান খানের পরিবার জানিয়েছে, পিটিআই আন্দোলনের নেতৃত্ব ইমরান খান কারাগার থেকেই দেবেন।