মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:১৪ এএম

ব্যাংকক আবারও রক্তাক্ত: কাঁচাবাজারে বন্দুক হামলা, নিহত ৬

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:১৪ এএম

ব্যাংকক আবারও রক্তাক্ত: কাঁচাবাজারে বন্দুক হামলা, নিহত ৬

একজন সন্দেহভাজন ব্যক্তি সাদা টুপি পরে ও বুকে একটি ব্যাকপ্যাক ঝুলিয়ে বাজারের পার্কিং লটে হাঁটছেন। এমনটাই পুলিশের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে। তারপর  গুলি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি কৃষিপণ্য বাজারে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। থাইল্যান্ডে পর্যটন খাত জাতীয় অর্থনীতির একটি বড় চালিকাশক্তি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত কয়েক বছর ধরে ধীরগতির প্রবৃদ্ধি চলছে। এ ধরনের সহিংস ঘটনা দেশটির পর্যটন ও বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে, যিনি পরে নিজেই আত্মহত্যা করেন বলে জানিয়েছে থাই পুলিশ। সোমবার (২৮ জুলাই) ব্যাংক স্যু জেলার ওই বাজারে এ ঘটনা ঘটে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার চারিন গোপাট্তা বলেন, ‘ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন। হামলাকারী নিজের জীবন নিজেই নিয়ে নেয়।’ পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, নিহত পাঁচজনই বাজারের নিরাপত্তাকর্মী। বর্তমানে হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ব্যাংক স্যু জেলার পুলিশ কর্মকর্তা সানং সেংমানি জানান, এ ঘটনায় কোনো বিদেশি পর্যটক নিহত বা আহত হননি।

তিনি বলেন, ‘বাজারটি মূলত কৃষিজ পণ্য বিক্রির জন্য পরিচিত।’  থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্র সহিংসতা ও ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা তুলনামূলক সাধারণ ঘটনা। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ব্যাংককের একটি বিলাসবহুল শপিং মলে ১৪ বছর বয়সি এক কিশোর একটি পরিবর্তিত আগ্নেয়াস্ত্র দিয়ে দুইজনকে হত্যা ও পাঁচজনকে আহত করে। এরও এক বছর আগে, এক সাবেক পুলিশ কর্মকর্তা পূর্ব থাইল্যান্ডের একটি নার্সারিতে বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২২ শিশুসহ মোট ৩৬ জনকে হত্যা করেন। পুলিশ এই সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে। তবে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী ও সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ব্যাংককের ব্যাং স্যু জেলার অর তো কর কাঁচাবাজারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানটি বিখ্যাত চাতুচাক বাজারের কাছেই অবস্থিত। এখানে ছুটির দিনে হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে। ব্যাং স্যু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুক্তাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখনো হামলার উদ্দেশ্য তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি বন্দুক হামলার ঘটনা।

তিনি জানান, হামলাকারী ব্যক্তি নিজেই পরে আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। সেখানে অস্ত্র আইন ঢিলেঢালা হওয়ায় তুলনামূলক সহজেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা যায়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!