নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
এ জন্য নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা—
জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নেওয়া হবে ৩০ জন।
অফিস সহায়ক: ১৫টি
নিরাপত্তা প্রহরী: ৭টি
পরিচ্ছন্নতাকর্মী: ৭টি
মালি: ১টি
নরসিংদী সার্কিট হাউসে নেওয়া হবে ৯ জন।
বাবুর্চি: ২টি
বেয়ারার: ৩টি
নিরাপত্তা প্রহরী: ১টি
মালি: ১টি
পরিচ্ছন্নতাকর্মী: ২টি
আবেদনের বয়সসীমা—
এ বছরের ১৭ আগস্ট আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া—
আবেদনকারীকে নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসক, নরসিংদীর ওয়েবসাইট (narsingdi.gov.bd), জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা এবং forms.portal.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।
পরীক্ষার ফি—
পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা অফেরতযোগ্য অটোমেটেড চালানের (এ চালান) মাধ্যমে নির্দিষ্ট কোডে (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড নং- ১০৭০১০১১০০৭১৯ ও অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬) জমা প্রদান করে চালানের কপি আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ২ কপি ছবি, নাগরিক সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি এবং ১০/- টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ৯.৫x৪.৫ সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে এবং এ–সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক, নরসিংদী বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে—
আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৫।
আবেদনের পদ্ধতি ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন