জম্মু-কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে ভারতের সেনা-আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মীর পুলিশ।
অভিযানে ইতিমধ্যে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মীর কমান্ডের চিনার কোর।
তারা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, এ তিনজনই পাকিস্তানি কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা (লেট)-এর সদস্য ছিলেন। সুলেমান ছিলেন এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, নিহত সুলেমান তার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তবে এ ব্যাপারে সেনা বা পুলিশ সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতের সেনা সূত্রে জানা গেছে, নিহতরা কেউই জম্মু-কাশ্মীরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিতক কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা।
কারণ, গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান বলে খবর। ভারতীয় জম্মু-কাশ্মীর কমান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি গোয়েন্দা সূত্রে তারা খবর পেয়েছিলেন যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ১৫০ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। তারপর আজ সোমবার সকালে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ ও সন্দেহজনক গতিবিধি লক্ষ করেন তারা।
তার পরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় ‘অপারেশন মহাদেব’ শুরু করেন সেনা-সিআরপিএফ-পুলিশ যৌথ বাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী, দাচিগাম জঙ্গলে বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ওই জঙ্গল থেকে আরও সন্ত্রাসী ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা আছে বলে ধারণা করছেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :