সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। তিনি এবারই প্রথম লটারি কিনলেন। দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি এই দর্জি। এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট। খবর খালিজ টাইমসের। নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, ‘আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। পরে ভাবলাম, আমি কেন একটা সুযোগ নেব না। এরপর আবুধাবি যাই এবং সেখান থেকে টিকিট কিনি।’ সবুজ আরও বলেন, ‘লটারি জেতার খবরে হতবাক হয়েছি। আমি একজন সাধারণ দর্জি। বেতন খুবই কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!’ এই লটারি জেতা আমার এবং পরিবারের ভবিষ্যৎ ব্যাপকভাবে বদলে দেবে।’ এই মাসে শুধু সবুজই ভাগ্যবান না, আরেক বাংলাদেশি লটারি জিতেছেন। তিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করেন। তার চেষ্টাও সফল হয়েছে। পারভেজ আনোয়ার হোসেন নামের এই বাংলাদেশির বয়স ৪২ বছর। তিনি একজন ব্যবসায়ী। পারভেজ রেঞ্জ রোভার ব্র্যান্ডের ভেলার মডেলের একটি গাড়ি জিতেছেন।