ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

অদ্ভুত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১২:৩২ এএম

সবচেয়ে বড় চোখের পাপড়ি 
সৌন্দর্যবর্ধনে অনেকেই নকল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে। তবে চীনের জিয়ানজিয়ার চোখে নকল পাপড়ি পড়ার কোনো দরকার নেই। কারণ এই চোখের পাপড়ি দিয়েই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তার চোখের উপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে ১২.৪ সেন্টিমিটার।


সবচেয়ে বৃদ্ধ বডিবিল্ডার
শরীরকে ভালো রাখতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। কিন্তু বৃদ্ধ বয়সে ব্যায়াম করতে অনেকেই লজ্জা পায়। তাদের লজ্জা ভেঙেচুরে দিয়েছেন জিম আরিংটন। বৃদ্ধ বয়সেই ব্যায়াম শুরু করেছেন তিনি। শুধু তাই নয় ৮৫ বছর ৬ দিন বয়সে পেশাদর বডি বিল্ডার বনে রেকর্ড বুকে নিজের নাম লিখিয়েছেন তিনি।


সবচেয়ে বড় নখের অধিকারিণী
অনেক নারীই নানা রঙের নেইলপলিশে নিজেদের নখ রাঙাতে ভালোবাসেন। কিন্তু ৬০ বছর বয়সি আয়ান্না উইলিয়ামসের মতো বড় নখ হলে নেলপলিশে সে নখ রাঙানোর জন্য যে খরচ পড়বে তা হয়তো আপনার পক্ষে মেনে কষ্টকর হতে পারে। কারণ উইলিয়ামসের নখের দৈর্ঘ্য মাপা হয়েছে ৫.৭৬ মিটার। আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন লি রেমন্ড। তাকে সরিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছেন উইলিয়ামস।


সবচেয়ে বড় টপ ফেড চুল
চুলে জেল দিয়ে অনেকেই তা খাড়া করে রাখতে পছন্দ করেন। কিন্তু সবার খাড়া চুলই মাথা নোয়াবে বেন্নে হারলেমেসের চুলের কাছে। তার খাড়া চুলের দৈর্ঘ্য মাপা হয়েছে ৫২ সেন্টিমিটার। আর বাইরে বের হতে গেলে তার এই চুল ঠিক করতে সময় লাগে পাক্কা দুই ঘণ্টা।


সবচেয়ে বড় পা
আপনি যে প্যান্টই কিনে দেন না কেন একাতারিনা লিসিনাসের তা ছোট হবে। কারণ গিনেস ওয়ার্ল্ডের রেকর্ড অনুসারে তিনিই পৃথিবীতে সবচেয়ে বড় পায়ের অধিকারী। তার পায়ের দৈর্ঘ্য মাপা হয়েছে ৫২ ইঞ্চি (১৩২ সেন্টিমিটার)। অর্থাৎ শুধু তার পায়ের দৈর্ঘ্যই প্রায় চার ফিটের মতো।


মারমাইটখেকো
মারমাইট হলো ব্রিটিশদের প্রিয় খাবার। তরল জাতীয় এই পদার্থটি পাউরুটির সঙ্গে খেতে অনেকেই ভালোবাসেন। কিন্তু একসঙ্গে কতটুকু মারমাইট খেতে পারবেন আপনি? যা পারবেন তার চেয়েও বেশি মারমাইট খেতে পারেন আন্দ্রে ওরটলফ। বর্তমানে এক মিনিটে সবচেয়ে বেশি মারমাইট খাওয়ার বিশ্বরেকর্ডটি তার দখলে।


এক ঘণ্টায় সবচেয়ে বেশি বেলুন ফুলানোর অধিকারী
ধরুন আপনার বাসায় কোনো পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঘর সাজানোর জন্য প্রচুর বেলুন ফুলানোর দরকার। তাহলে আপনি ভাড়া করতে পারেন হান্টার এওউইনকে। তিনি এক ঘণ্টায় প্রায় ৯১০টি বেলুন ফুলিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। তাই তিনি হতে পারেন এ কাজের জন্য সবচেয়ে যোগ্য লোক।


সবচেয়ে বড় লেজের বিড়াল
শিকারি বিড়ালকে গোফ দিয়ে চেনা গেলেও সিলভার মাইনে কুনের বিড়াল সাইগনুসকে চেনা যায় তার লেজ দিয়ে। পৃথিবীর সবচেয়ে বড় লেজের অধিকারী এই বিড়াল। বিড়ালটির লেজের দৈর্ঘ্য মাপা হয়েছে ৪৪.৬৬ সেন্টিমিটার।


সবচেয়ে দীর্ঘ গৃহপালিত বিড়াল
আগের বিড়ালটি লেজের দিক দিয়ে বড় হলেও এই বিড়ালটি বড় আকৃতিতে। আর্কটুরাস অ্যালদেবারান পাওয়ারস নামের এই বিড়ালটির দৈর্ঘ্য মাপা হয় ৪৮.৪ সেন্টিমিটার। পৃথিবীর সব গৃহপালিত বিড়ালদের মধ্যে তার দৈর্ঘ্যই সবচেয়ে বেশি। ২০১৬ সালে তার গড়া এই রেকর্ডটি এখনো অক্ষুণ রয়েছে।


সবচেয়ে বেশি টেডি বিয়ারের সংগ্রহ
আপনার সন্তান কি প্রায়ই টেডি বিয়ারের জন্য মন খারাপ করে? তাহলে তাকে নিয়ে যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটার জ্যাকি মিলের কাছে। কারণ তার কাছে রয়েছে বিভিন্ন ধরনের প্রায় আট হাজার ২৫টি টেডি বিয়ার। সর্বপ্রথম টেডি বিয়ার গ্র্যান্ডমা জ্যাকি দিয়ে শুরু হয়েছিল তার এই টেডি বিয়ার সংগ্রহ। ২০০০ সালে গড়া এই রেকর্ডটি এখনো অক্ষুণœ রয়েছে।