ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১২:৪২ এএম
বিএনপির লোগো। ছবি- সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার (৫ আগস্ট) সরকার ঘোষিত অন্তর্বর্তী সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ। বিষয়টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের মাধ্যমে জানানো হচ্ছে।

এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সোমবার (৪ আগস্ট) রাতে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়া ওই বৈঠক চলে সাড়ে ১০টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির প্রতিনিধিদলের অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে বিএনপি সরকারঘোষিত একটি অনুষ্ঠানকে আমলে নিয়ে উপস্থিতি নিশ্চিত করছে-যা সংলাপ, সমঝোতা কিংবা রাজনৈতিক অভিযাত্রায় সম্ভাব্য নতুন মাত্রা যোগ করতে পারে।