ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ছড়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১২:২৯ এএম

খুশির খবর
--উৎপলকান্তি বড়ুয়া 

শেয়াল বলে- মুরগি,
আমার বাড়ি এসো খাবে
আরাম করে গুড় ঘি।

ব্যাঙ বলল-হাতি রে,
চামচিকাটার বাড়িতে ক্যান
এত্ত মাতামাতিরে?

বেজি দুচোখ রাঙায়,
জলের প্রাণী কুমির তুমি 
থাকবে কেন ডাঙ্গায়?

খরগোশ কয়- ভালুক,
বনে কোথায় পাব বল
চাইরে খেতে শালুক। 

আনন্দ আজ জবর,
সবুজ বনের পায়রা আসে
নিয়ে খুশির খবর।


ইলশেগুঁড়ি 
--কাজল নিশি 

গুঁড়ি গুঁড়ি ইলশেগুঁড়ি 
উঠোন কাদায় ভরা
বৃষ্টি ঝরে বন্দি ঘরে 
হচ্ছে মেজাজ চড়া।

ছিচকাঁদুনে মেঘপরীটা
কাঁন্না শুধুই করে 
বৃষ্টি হয়ে যখন তখন 
অঝোর ধারায় ঝরে। 

খেলার জন্য ঘরের বাইরে 
রাখি যখন পা
কেমন করে টের পেয়ে যায়
বল নারে ভাই মা?

কাঁন্না থামা মেঘপরী তুই 
নইলে দিব মার
বৃষ্টি ভিজে খেলতে মানা
ভাল্লাগে না আর।


খোকন ভাবে
--মো. আল মামুন হোসেন 

খোকন ভাবে হতাম যদি 
বনের ছোট্ট পাখি, 
বনবাদাড়ে উড়ে উড়ে 
করতাম ডাকাডাকি। 

উড়ে যেতাম ডানা মেলে
হাওয়ার তালে তালে, 
চুমু খেতাম ভেসে যাওয়া 
ঠান্ডা মেঘের গালে।

ঘাসফড়িং এর সঙ্গে সঙ্গে 
নেচে করতাম খেলা, 
সুরে সুরে উড়ে উড়ে 
কেটে যেত বেলা।

থাকত না যে মায়ের শাসন
ভয় ভরা সেই বুকে,
ইচ্ছামতো সারাটাদিন 
থাকতাম কত সুখে।