- প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।
- একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।
- ডিমের খোসার সঙ্গে যেন কুসুম না লেগে যায় তাই মুরগি দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
- পিঁপড়া নিজের ওজনের চেয়েও ৯ গুন বেশি ওজেনের বস্তু বহন করতে পারে।
- এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব।
- গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।
- আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা স্ত্রীকে টেলিফোন করেননি, কারণ তারা দু’জনেই বধির ছিলেন।
- একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানি থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।
- সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দু’জনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।
- পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না।
- ডিমের খোসার সঙ্গে যেন কুসুম না লেগে যায় তাই মুরগি দিনে ৫০ বার তার ডিমকে উল্টে দেয়।
- ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
- অংকে ১ মিলয়ন (১০০০০০০) লিখতে যেমন সাতটি সংখ্যা লাগে তেমনে ইংরেজিতে গরষষরড়হ লিখতে সাতটি অক্ষর লাগে।
- তোমার মতো শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে।
- মানবদেহে সবচেয়ে দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিষ্কের কোষ (নিউরন)।
- চারটি নাক থাকলেও শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয়।
- পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশি।