শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৫৬ এএম

ইউরোপজুড়ে দাবানল, তাপপ্রবাহ ও দমকা বাতাসে পরিস্থিতি ভয়াবহ

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:৫৬ এএম

ইউরোপজুড়ে দাবানল, তাপপ্রবাহ ও দমকা বাতাসে পরিস্থিতি ভয়াবহ

ইইউ সায়েন্স হাবের যৌথ গবেষণা কেন্দ্রর হিসামতবে, চলতি বছর এ পর্যন্ত ইউরো জোনে প্রায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর বন ও জমি পুড়ে গেছে। কোনো কোনো জায়গায় বজ্রপাত, আবার কোথাও অগ্নিসংযোগে সৃষ্ট দাবানল তীব্র তাপপ্রবাহ এবং দমকা বাতাসে ছড়িয়ে পড়ে দক্ষিণ ইউরোপজুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। গত বুধবারের এ দাবানলে ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে, হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইইউ সায়েন্স হাবের যৌথ গবেষণা কেন্দ্রের হিসামতবে, চলতি বছর এ পর্যন্ত ইউরো জোনে প্রায় ৪ লাখ ৪০ হাজার হেক্টর বন ও জমি পুড়ে গেছে, যা ২০০৬ সাল থেকে বছরের একই সময়ে গড়ে দ্বিগুণ।

গ্রিসের পাতরাস শহরের উপকণ্ঠে জলপাই বাগান ও বন পেরিয়ে দাবানল ছড়িয়ে পড়ায় একটি সিমেন্ট কারখানায় আগুন ধরে যায়, বন্ধ হয়ে যায় রেল চলাচল।

স্থানীয় এক স্বেচ্ছাসেবক বলেন, ‘দেখতে মনে হচ্ছে মহাপ্রলয় নেমে এসেছে।’ মঙ্গলবার পাতারসের কাছে একটি শহরের প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার জারি হয়েছে নতুন সতর্কতা।’

কাছের দুটি গ্রামের মানুষজনকেও সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গ্রিসের পূর্ব ও পশ্চিমের জনপ্রিয় পর্যটনস্থল চিওস ও সেফালোনিয়া দ্বীপে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ।

স্পেনে তাপপ্রবাহের মধ্যে আগুন নেভাতে গিয়ে ৩৫ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক দমকলকর্মীর মৃত্যু হয়েছে; গুরুতর আহত হয়েছেন কয়েকজন। এ বছর দেশটিতে দাবানলে প্রাণ গেছে মোট ছয়জনের।

ইউরোপীয় বন ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড বলেন, ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে প্রস্তুতি ছাড়া আগুন মোকাবেলা করা দমকলকর্মীদের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করে।

বন ব্যবস্থাপনায় বছরে এক বিলিয়ন ইউরো বিনিয়োগ করলে বিশাল এলাকা এবং বিপুল অর্থ ক্ষতি থেকে বাঁচানো সম্ভব হবে বলে গ্রিনপিসের হিসাব।

স্পেনের পরিবেশমন্ত্রী সারা আগেসেন জানিয়েছেন, সারা দেশে অনেক দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দমকলকর্মীসহ কয়েকজনকে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার বা তদন্তের মুখে পড়তে হয়েছে। বজ্রপাত থেকেও একাধিক জায়গায় আগুনের ঘটনা ঘটেছে।

তাপপ্রবাহে স্পেনে টানা ১০ দিন ধরে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে, যা সোমবার পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতালির ১৬টি শহরে চরম তাপমাত্রার সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভ্যাটিকানে সাপ্তাহিক জনসমাবেশ রোদ এড়াতে ইনডোরে সরিয়ে নিয়েছেন পোপ লিও।

রূপালী বাংলাদেশ

Link copied!