রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ আগস্ট) মধ্যরাতে, আনুমানিক রাত ১২টার কিছু পর রূপায়ন টাওয়ারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উল্লেখ্য, ওই ভবনেই এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত।
রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টার দিকে বিস্ফোরণ ঘটে। আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তিনজন মোটরসাইকেল আরোহী হঠাৎ করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ঘটনার পেছনে কারা জড়িত- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এর আগে একই দিন রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার এলাকায় বাস কাউন্টারগুলোর সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
সদ্য ঘটেছে এমন দুটি বিস্ফোরণের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন