বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় দলীয় কার্যালয়সহ বিভিন্ন মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় খালেদা জিয়ার রোগমুক্তি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও নিরাপদ প্রত্যাবর্তন, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সাম্প্রতিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলুর সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, সদস্য আশরাফুল ইসলাম নূর, জেলা শ্রমিকদলের সদস্য সচিব খান ইমসাঈল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলাদলের আহবায়ক এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, সাবেক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা তুহিনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা ফারুক হোসাইন।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন