আফগানিস্তান মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ ফোন ও ইন্টারনেট পরিষেবা। অশ্লীলতা রোধে সারা দেশে ফাইবার-অপটিক নেটওয়ার্ক কেটে দিয়ে টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্ল্যাকআউট চলবে। খবর দ্য গার্ডিয়ান। প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত থেকে ধীরে ধীরে মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ দুর্বল হতে থাকে। কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছিল তালেবান। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর থেকে এবারই তালেবান সরকার দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করল। মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এফপির রিপোর্ট অনুযায়ী, সোমবার দুপুর ৫টা ৪৫ মিনিট নাগাদ আফগানিস্তানের রাজধানী কাবুলে থাকা তাদের ব্যুরোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি হেরাত ও কান্দাহার শহরের সাংবাদিকদের সঙ্গেও যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
দেশটির এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, প্রায় ৮-৯ হাজার টেলিযোগাযোগ টাওয়ার বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্ল্যাকআউট চলবে। এতে দেশজুড়ে ব্যাংকিং খাত, শুল্ক বিভাগসহ সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এ পদক্ষেপ নিয়েছেন। যদিও কিছু কর্মকর্তা আগেই এর অর্থনৈতিক ক্ষতির ব্যাপারে সতর্ক করেছিলেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক কার্যত পুরোপুরি বন্ধ। জাতিসংঘের এক সূত্র বলেন, ‘অপারেশন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে, সীমিত স্যাটেলাইট লিঙ্ক আর রেডিও যোগাযোগে নির্ভর করতে হচ্ছে।’ টেলিফোন পরিষেবা সাধারণত ফাইবার-অপটিক লাইনের ওপর নির্ভর করে। ফলে ইন্টারনেট কাটা হলে ফোন সেবাও কার্যত অচল হয়ে যায়।
গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে ইন্টারনেট ছিল ধীরগতি বা মাঝেমধ্যে সংযোগ বিচ্ছিন্ন। নেটব্লকস জানিয়েছে, এই পরিস্থিতি ‘ইচ্ছাকৃত সেবা বিচ্ছিন্নতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।’ বিদেশে থাকা আফগানরাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ওমানে বসবাসরত এক প্রবাসী বলেন, ‘বন্ধ হওয়ার কারণে আমি কাবুলে থাকা পরিবারের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কী হচ্ছে কিছুই জানি না, খুব চিন্তায় আছি।’ আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামি আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে। আফগানিস্তানে সারা দেশে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার।
কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর এবার দেশটি ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে বলে জানিয়েছে ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, তারা কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।
মোবাইল ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভির সম্প্রচারও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তালেবান এখনো এর কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি। এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, টেলিযোগাযোগ ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যাবসায়িক কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।