ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫

দক্ষিণ-পূর্ব এশিয়ায় টাইফুন বুয়ালয়, মৃতের সংখ্যা ৩০ ছাড়াল

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০১:৩৩ এএম

জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ায় ক্রান্তীয় ঝড়গুলো আরও শক্তিশালী ও ভয়াবহ হয়ে উঠছে। টাইফুন বুয়ালয়ের আঘাতে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০-এ পৌঁছেছে। প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হাজারো মানুষ। খবর দ্য গার্ডিয়ান। ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ১৯ জন নিহত হয়েছেন, নিখোঁজ আছেন আর ২১ জন। সোমবার দেশটির উত্তর-মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুনটি। প্রবল জলোচ্ছ্বাস, দমকা হাওয়া ও টানা বর্ষণে এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার আরও বৃষ্টি হওয়ায় দেশটির উত্তরাঞ্চলে নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি দেখা দিয়েছে।

ফিলিপাইনে বুয়ালয়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট দ্বীপপ্রদেশ বিলিরান, যেখানে ১০ জন নিহত হন। প্রবল বাতাস ও বৃষ্টিতে ঘরবাড়ি, স্কুল ও সেতু ধসে পড়ে। উদ্ধারকাজের পাশাপাশি পানি সরবরাহ ও সড়ক পরিষ্কার অভিযান অব্যাহত রয়েছে। থাইল্যান্ডে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ১৭টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল আয়ুথায়া প্রদেশে চারজন মারা গেছেন। ঐতিহাসিক মন্দির ও প্রতœস্থল রক্ষায় চাও প্রাইয়া ও পা সাক নদীর তীরে ইস্পাত প্লেট ও বাঁধ বসিয়েছে কর্তৃপক্ষ।