যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলোÑ বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকেরা।
সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যজুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকিই ইসরায়েল ও ছয় আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকাশক্তি। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান ও কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল।