ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মেসির জোড়া গোলে উড়ল মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০২:১৯ এএম

আর্জেন্টিনার জার্সি গায়ে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেননি লিওনেল মেসি। গ্যালারিতে শোভাবর্ধন করেছেন এই কিংবদন্তি ফুটবলার। কোচের সিদ্ধান্তে বিশ্রামে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে না খেললেও ইন্টার মিয়ামির হয়ে ঠিকই খেলেছেন মেসি। গতকাল মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে খেলতে নেমে মাঠে আলোও ছড়ালেন এই মহাতারকা। তার জোড়া গোলে উড়ল মিয়ামিও। আর্জেন্টিনা জাতীয় দলের যুক্তরাষ্ট্র সফরের মধ্যেই আটলান্টার বিপক্ষে মিয়ামির হয়ে শুরু থেকেই খেলেছেন তিনি। মেসি ম্যাজিকে মিয়ামি ৪-০ গোলে হারায় আটলান্টাকে। এই ম্যাচে একটি গোলে সহায়তাও করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

পূর্ণ শক্তির দল নিয়েই চেজ স্টেডিয়ামে মাঠে নেমেছিল মিয়ামি। খেলার শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে চেষ্টা করে গোল আদায়ের। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন মেসি। বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে জর্দি আলবাকে গোলে সহায়তা করেন এই ফুটবল জাদুকর। অধিনায়কের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়েই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা। এর ফলে ক্যারিয়ারে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৬তে। ৪০০-এর মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৪টি অ্যাসিস্ট। এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ম্যাচের তৃতীয় গোলটি করেন লুইস সুয়ারেজ। ৮৭ মিনিটে মেসি নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন আলবার সহায়তায়। এটি চলতি মৌসুমে এমএলএসে মেসির ২৬তম গোল, যা লিগের সর্বোচ্চ। এদিন ম্যাচ শেষে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয় কদিন আগে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আলবাকে। এ সময় স্প্যানিশ তারকাকে সম্মান জানিয়ে একটি ভিডিও প্রামাণ্যচিত্রও দেখানো হয়।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলবা বলেছেন, ‘আমি মনে করি, আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে। সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম। এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে।’ আলবা আরও বলেন, ‘ক্লাবের পক্ষ থেকে এটা ছিল দারুণ এক চমক। কারণ এতে বিভিন্ন ক্লাবের কয়েকজন কোচকে দেখেছি, যাদের অধীনে আমি খেলেছি। সত্যি বলতে, এটি ছিল বিশেষ এক অনুভূতি। আর আমি আমার অর্জনগুলোর জন্য গর্বিত। এখন আমি নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচটা খেলার অপেক্ষায়। এরপর প্লেঅফ এবং আশা করি সেখানে জিততে পারব।’