ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৫৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার মধ্যরাতে ভয়াবহ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রাত বারোটার পর এই উত্তেজনা শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের শিক্ষার্থীরা পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ অন্যান্য ছাত্রনেতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। 

অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, সংঘর্ষ ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে, প্রাথমিকভাবে সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।