ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

শহীদ মিনারে নির্ঘুম রাত কাটাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:০৯ এএম
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। ছবি- সংগৃহীত

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন। রবিবার প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়ে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা গেছে, শত শত শিক্ষক-কর্মচারী পাটি ও পলিথিন বিছিয়ে শহীদ মিনারের পাদদেশে রাতযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনকারীদের জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বলেন, ২৪ ঘণ্টা আমরা এখানে থাকব।

যতক্ষণ সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে, যে কোনো মূল্যে আমরা শহীদ মিনারে অবস্থান করব, ইনশাআল্লাহ। 

তিনি আরও জানান,  সোমবার থেকে লাগাতার কর্মবিরতি চলবে। তবে, আমরা রাতে একটা বৈঠকে বসব। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।

অধ্যক্ষ আজিজী এও উল্লেখ করেন যে, দাবি মেনে নেওয়া হলে রাতেই শিক্ষকরা শহীদ মিনার ত্যাগ করবেন।

এর আগে, রবিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। 

কিছু শিক্ষকদের আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।