ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গায় মদ পানে ৬ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:৩০ এএম
ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সদর থানা পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা সবাই দিনমজুর ও শ্রমিক পেশার সঙ্গে জড়িত ছিলেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫),শংকর চন্দ্র মাঝের পাড়া নবীছদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর প্রায় ১০ থেকে ১২ জন ব্যক্তি ডিঙ্গেদহ এলাকার একটি গোপন স্থানে বিষাক্ত চোলাই মদ পান করেন। এর ফলস্বরূপ, ১১ অক্টোবর প্রথম তিনজনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এরপর গতকাল, রবিবার (১২ অক্টোবর) রাতে আরও তিনজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। 

বর্তমানে এই ঘটনায় একজন অসুস্থ ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ওসি নিশ্চিত করেছেন, গত শনি ও রবিবার (১১ ও ১২ অক্টোবর) রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

ওসি খালেদুর রহমান আরও বলেন, এ ঘটনার সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যান্য ব্যক্তিদের পরিচয় এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলছে। এবং অবৈধ মদের উৎস খুঁজে বের করতে পুলিশ মাঠে নেমেছে।