ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোরের পাখি

এস এম শহীদুল আলম 
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৩৪ এএম

ভোরের পাখি
এস এম শহীদুল আলম 

বদ্ধঘরে থাকি যখন
মন হয়ে যায় অবশ তখন
          বাইরে যখন আসি-
          আলো রাশি রাশি,
প্রকৃতি যেই চোখে ভাসে
বুক ভরে যায় অনায়াসে
ছন্দকথা মাথায় আসে
          চাঁদের মতন হাসি। 

শুদ্ধ হাওয়া মুক্ত আলো
কী অপরূপ; লাগে ভালো 
          নীল-সবুজের হাটে-
          মন বসে না পাঠে,
মন হয়ে যায় রঙিন ঘুড়ি
ইচ্ছেডানায় ওড়া-উড়ি
পাই যেন এক স্বপ্নপুরি
          দেখে সময় কাটে।

চারিদিকে আলোর নদী
বইছে যেন নিরবধি
          ছন্দ পাখির গানে-
          হৃদয় শুধু টানে, 
ফুল-ফসলে জুড়ায় আঁখি
আমিও হই ভোরের পাখি
কিচিরমিচির সুরে ডাকি
          সবাই কী তা জানে!