ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আমন ধানের খই

শেখ সোহেল রেজা 
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৫১ এএম

আমন ধানের খই
শেখ সোহেল রেজা 

টিয়ে পাখি খাবে তুমি 
আমন ধানের খই,
আরও দেব দুধের পায়েস
গামছা বাঁধা দই।

নতুন ধানের চিড়া দেব 
আমার বাড়ি এসো, 
নারিকেলের নাড়ু দেব
চুপটি করে বস। 

খুকির সাথে করবে খেলা
পড়বে ছড়ার বই, 
কত ছড়া পড়ছে খুকি 
চেয়ে দেখ অই।