ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কাকতাড়ুয়া

শারমিন নাহার ঝর্ণা
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৫২ এএম

কাকতাড়ুয়া
শারমিন নাহার ঝর্ণা

কাকতাড়ুয়া কাকতাড়ুয়া
কোথায় তোমার বাড়ি?
তোমার মাথায় ঝুলছে কেন
পোড়া মাটির হাঁড়ি?

তোমার কী গো শখ করে না
পথে পথে ঘুরতে?
মনের সুখে পাখির মতো
ডানা মেলে উড়তে।

ফুলে ফুলে প্রজাপতি
উড়ছে দেখ কত,
দুজন মিলে উড়ব চলো
প্রজাপতির মতো।