ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ছাতিম ফুল

যাইদ আল মারুফ
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০১:৫৩ এএম

ছাতিম ফুল
যাইদ আল মারুফ 

বড্ড বেশি ভালো লাগে 
ছাতিম ফুলের ঘ্রাণ 
আকাশ বাতাস ম-ম করে 
জোড়ায় মনোপ্রাণ।

থোকায় থোকায় গাছের ডালে 
ধরে ছাতিম ফুল
সন্ধ্যা রাতে গন্ধ ছড়ায় 
হাওয়াতে খায় দোল।

সবুজাভা রঙটা ফুলের 
আছে নানান গুণ 
রোগ নিরাময় ঔষধি হয়  
প্রভাবটা দারুণ।

এ হেমন্তে ছাতিম ফুলের 
থাকে ভারী ভাব 
মিষ্টি ঘ্রাণে প্রকৃতিতে 
ফেলে নতুন ছাপ।