চাঁদের দেশে
হাফিয রেদওয়ান
নামের গুণে জোট বেঁধেছে
বুড়ো শ্যাওড়া গাছে,
ল্যাংড়া মামদো কাঁনা ভূতো
তা ধিন তা নাচে।
লুল্লু গুলু, মেছো গেছো,
যোগ দিয়েছে দলে,
শাঁকচুন্নি ও পেতœী বুড়ি
এই তো এলো বলে।
ডিও ডাইনি মেছামেছি
আসবে সন্ধ্যা বাদে,
ডিনার সারতে রাজ্য ছেড়ে
পাড়ি দিবে চাঁদে।
ইঁদুর ধানা
কামরুজ্জামান দিশারি
হেমন্ত এলে জমির আলে
খুঁড়ত ইঁদুর গর্ত,
আমন ধানের শিষ কাটিয়ে
গর্তগুলো ভরত।
কৃষানেরা কাটলে যে ধান
গাঁয়ের ছেলেপুলে,
কোদাল দিয়ে খুঁড়ত মাটি
শিষ আনত তুলে।
হাত ঢুকিয়ে মাটি ঠেলে
অনেক গভীর থেকে,
তুলতে গোছা, গায়ে মাটি
যেত তাদের মেখে।
পালিয়ে যেত ইঁদুর ভয়ে
জান বাঁচা তার দায়,
ধান শুকিয়ে ছেলেরা সব
ঘোষের বাড়ি যায়।
মুড়ি-মুড়কি, মলা ও দই
কিনে খেত ধানে,
সে দিনগুলো যায় না দেখা
হারাল কোনখানে?

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন