কুমির ছানা
নকুল শর্ম্মা
কুমির ছানা মনের সুখে
খেলে নদীর জলে,
ডুবসাঁতারে গা ভাসিয়ে
এদিক-সেদিক চলে।
চলতে চলতে এমন করে
যায় সে বহুদূর,
হঠাৎ দেখে সামনে চেয়ে
বিশাল সমুদ্দুর।
ভয় পেয়ে যায় কুমির ছানা
কান্না করে শুরু,
মা হারিয়ে ছোট্ট কুমির
কাঁপছে দুরুদুরু।
অবশেষে পেছন ফিরে
উজান বেয়ে চলে,
আর যাবে না মাকে ছেড়ে
মনে মনে বলে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন