আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএলের স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চেস মাস্টার-২০২৫ প্রতিযোগিতা। কিশোর ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হৃশিন তালুকদার এবং রানারআপ হয়েছেন আজান মাহমুদ। সম্প্রতি দুরন্ত স্পোর্টস গ্যালারির আফতাবনগর শোরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার ও কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ।