রাজশাহীতে এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহীর একটি হোটেলে আয়োজিত এই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী জোনের প্রধান অসীম কুমারসহ সব শাখাপ্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জ এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যভবসায়িক লক্ষ্যমাত্রা, কাপোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :