অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। গত রবিবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বিটিআই ল্যান্ডমার্ক ১৬-এ অবস্থিত এই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ শাখার কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।
আপনার মতামত লিখুন :