সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ঢাকা সেনানিবাসের ঈঝউ টাওয়ারে সনি- র্যাংগস ঈঝউ ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল। সিএসডি বাংলাদেশের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এবং র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যৌথভাবে সনি- র্যাংগস ঈঝউ ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেন।