গতকাল আলোক হেলথকেয়ার লিমিটেড এবং এনসিসি ব্যাংক পিএলসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে অ্যাডভাইজার-বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া (অব.), মো. হাসিনুর রহমান, জেনারেল ম্যানেজার, (এইচ আর অ্যাডমিন) এবং এনসিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।