ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

চোট পেয়ে আবার আলোচনায় মেসি

স্পোটস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৪৯ এএম

৪ গোল, দুই লাল কার্ড, লিওনেল মেসি চোট আর শেষ দিকে জর্দি আলবার গোলে নাটকীয়তার ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ইন্টার মিয়ামি। লিগস কাপের ম্যাচটিতে ক্লাব নেকাক্সার বিপক্ষে ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতল তারা। তবে সব ছাপিয়ে চোট পেয়ে আবার আলোচনায় আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সের দিকে ছুটছিলেন তিনি। কিন্তু রাউল সানচেস ও আলেক্সি পেনিয়ার চ্যালেঞ্জে মেসি পড়ে গেলেন মাঠে। হতাশায় ঘাসে চাপড় মারলেন। পরে উঠে দাঁড়িয়ে চেষ্টা করলেন খেলা চালিয়ে যাওয়ার। কিন্তু মিনিট দুয়েক পরই অস্বস্তি নিয়ে ছেড়ে গেলেন মাঠ। সোজা ঢুকে গেলেন ড্রেসিং রুমে। ম্যাচে এরপর রোমাঞ্চ ও উত্তেজনা ছড়াল ভালোই। নাটকীয় ম্যাচে শুরুতে এগিয়ে গিয়ে পরে পিছিয়ে পড়া মিয়ামি শেষ সময়ে সমতায় ফিরে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল টাইব্রেকারে। কিন্তু যে ম্যাচে একাদশ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি, সেখানে অন্য সবকিছুই তো পড়ে থাকে আড়ালে! খেলার ১৭ মিনিটে মাক্সিমিলিয়ানো ফালকন সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জন নিয়ে খেলতে হয় মিয়ামিকে। নেকাক্সার ক্রিস্তিয়ান কালদেরন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ৬০ মিনিটে।


রবিবার সকালে মিয়ামির মাঠে ম্যাচের নানা গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে এগিয়ে ছিল ক্লাব নেকাক্সা। ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মেক্সিকোর ক্লাবটি। গোলে ১৪টি শট নিয়ে ৯টি রাখে লক্ষ্যে। কিন্তু টাইব্রেকারে পারেনি তারা। মিয়ামি গোলে ১১ শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি। টাইব্রেকারে একটি শট ঠেকিয়ে মিয়ামির শেষের নায়ক গোলকিপার রোকো রিওস নোভো। মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার ও দ্বিতীয় পছন্দের গোলকিপার উনাই উস্তারির চোটের পর কিছুদিন ধরেই দারুণ দক্ষতায় গোলবার সামলাচ্ছেন গত জানুয়ারিতে ধারে আসা নোভো। মেসি মাঠ ছাড়ার একটু পরই বক্সের সামান্য বাইরে থেকে তেলাস্কো সেগোভিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় মিয়ামি। নেকাক্সা সমতায় ফেরে ৩৩ মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার একটু পরে ৮১ মিনিটে নেকাক্সাকে এগিয়ে দেন রিকার্দো মনরেয়াল। সেই গোলের পথ ধরে জয়ের ঠিকানার কাছাকাছিই ছিল দল। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রিকিক থেকে জর্দি আলবার দারুণ হেডে সমতার উল্লাসে মেতে ওঠে মিয়ামি। টাইব্রেকারে পাঁচটি শটই কাজে লাগায় মিয়ামি। বল জালে পাঠান রদ্রিগো দে পল, বেনইয়ামিন ক্রেমাস্কি, জর্দি আলবা, ফেদেরিকো রেদোন্দো ও লুইস সুয়ারেস। নেকাক্সার তৃতীয় শট ঠেকান রোকো রিওস নোভো। শেষ শটে সুয়ারেসের শট ক্রসবারের নিচের দিকে লেগে প্রবেশ করে জালে। সব ছাপিয়ে মেসির চোটই অবশ্য এখন মূল আলোচনায়। এই চোটের আগ পর্যন্ত টানা খেলে যাচ্ছিলেন তিনি। কদিন আগে অল স্টার ম্যাচটি না খেলার আগ পর্যন্ত টানা বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচের প্রতিটি মিনিট মাঠে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। মিয়ামিতে যোগ দেওয়ার পর টানা সবচেয়ে বেশি খেলেছেন এই সময়টাতেই। এ বছর সব মিলিয়ে মায়ামির জার্সিতে ৩০ ম্যাচ খেলেছেন তিনি। দুর্দান্ত ফর্মেও ছিলেন মিয়ামি অধিনায়ক। মেজর লিগ সকারে ১৮ গোল করে তিনি যৌথভাবে এখন শীর্ষে। লিগস কাপের প্রথম ম্যাচে গোল না করলেও সহায়তা করেন দলের দুটি গোলেই। এরপর এই চোটের ধাক্কা। গত মৌসুমে চোটের কারণে বেশ কিছুটা সময় বাইরে থাকতে হয়েছিল মেসিকে। এবার পরীক্ষা করানোর পর বোঝা যাবে তার চোটের অবস্থা। ম্যাচের পর কোচ হাভিয়ের মাসচেরানোর কণ্ঠে আশা আর শঙ্কার দোলাচল ফুটে উঠল। তিনি বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল লিও। আগামীকালের (সোমবার) আগ পর্যন্ত বোঝা যাবে না চোট কতটা গুরুতর। তার ব্যথা ততটা নেই, তবে কিছু একটা সমস্যা সম্ভবত আছে। হয়তো খুব বাজে কিছু নেই, কারণ ব্যথা অনুভব করছে না। তবে অস্বস্তি আছে।’