ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

জ্যাক টেকনোলজির স্মার্ট সেলাই সিস্টেম AMH2 ঢাকায় উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১১:০২ পিএম

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশে তাদের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন অগঐ২ স্মার্ট সেলাই সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। গত শনিবার রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই আধুনিক প্রযুক্তির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জ্যাক টেকনোলজির চিফ প্রোডাক্ট অফিসার ইয়োংমিং জু এবং চিফ মার্কেটিং অফিসার ওয়েনজিন ইয়ান উপস্থিত ছিলেন। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান বাবু অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।