বাংলাদেশ ব্যাংক থেকে ২০২৪ সালের সাসটেইনেবল রেটিংয়ের জন্য ক্রেস্ট ও সম্মাননা স্মারক অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে উক্ত ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।