ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখার শুভ উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:২৬ এএম

কর্মসংস্থান ব্যাংকের ২৮৩তম শাখা ঈশ্বরদী শাখা, পাবনার শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান।