ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

এনআরবিসি ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৮:২৯ এএম

এনআরবিসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ, ২০২৫ সালের জন্য নিরীক্ষক নিয়োগ ও তাদের সম্মানী অনুমোদন করা হয়। গতকাল বৃহস্পতিবার কুর্মিটোলা গল্ফ ক্লাবে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সশরীরে ও অনলাইন প্লাটফর্মে স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান উপস্থিত ছিলেন।